রাঙা প্রভাত ডেস্ক:- ফেনীর নিজাম উদ্দিন পুলক নামে এক ভবন মালিক করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নিজের বাড়ির ভাড়াটিয়াদের এক মাসের ভাড়া (এপ্রিল মাস) মওকুফ করে দিয়েছেন।

শনিবার পুলক নামে ওই বাড়িওয়ালা তার ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ভাড়া মওকুফের বিষয়টি জানান।

স্ট্যাটাসে তিনি লেখেন ‘ফেনী শহরের প্রত্যেক বাড়ির মালিকের প্রতি আবেদন- করোনার প্রভাবে মানুষ একটু সমস্যায় আছে তাই, বেশি না হোক অন্তত (১ মাস- এপ্রিল মাসের) বাড়ি ভাড়া মওকুফ করে দেন। আমিও ২১ পরিবার থেকে নিচ্ছি না, মানুষ মানুষের জন্য। আসুন সবাই মিলে অন্তত -এইটুকু করি’।

পুলক স্ট্যাটাসে আরও লেখেন, ‘মানুষ মানুষের জন্য’ হঠাৎ করে আমরা অনাকাঙ্ক্ষিত একটা সমস্যায় পড়ে গেলাম। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। এ বোধ থেকেই মূলত এ প্রয়াস।

ফেনী শহরের পাঠানবাড়ি এলাকায় মততাজ ভবন নামে বাড়িটির কয়েকজন ভাড়াটিয়ার সঙ্গে কথা বলে বাড়ি ভাড়া মওকুফের বিষয়টির সত্যতা পাওয়া গেছে।

উল্লেখ্য নিজাম উদ্দিন পুলক ফেনী শহরের দাউদের পুল এলাকার কাজী টাওয়ারে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ‘পুলক বিদ্যা নিকেতন’ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করেন।

Share.
Exit mobile version