রাঙা প্রভাত ডেস্ক:- নভেল করোনাভাইরাস আতঙ্কে পেঁয়াজের মূল্য বেড়ে যাওয়ায় রোববার পুরান ঢাকার শ্যামবাজারে অভিযানে নেমেছে র‌্যাব। ৩৫ টাকার পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকা বিক্রি করায় তিন আড়তকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ৮টায় অভিযানে নামে র‌্যাব-১০। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

তিনি বলেন, করোনায় এমনিতেই আতঙ্কিত ক্রেতা সাধারণ। তার মধ্যে অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়েছেন। ক্রেতাদের স্বস্থি দিতে আজ শ্যামবাজারে পেঁয়াজের আড়তে অভিযানে নেমেছি। দেখি পেয়াঁজের ঝাঁজ কমে কি না?

Share.
Exit mobile version