বরিশাল অফিস:- বরিশাল বিভাগে ১ হাজার ৯৯৪ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। যারমধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন ৪৮৬ জন। যা আগের ২৪ ঘণ্টার থেকে কিছুটা বৃদ্ধি পেয়েছে। আগের ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে ৪১১ জনকে আনা হয়েছিল।

সোমবার বেলা ১২ টার দিকে তথ্যের সত্যতা নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানান, বিভাগের ছয় জেলার হিসেব অনুযায়ী বরিশালে নতুন ৩৯ জনসহ ৩৯৫ জন, পটুয়াখালীতে নতুন ৩০৭ জনসহ ৫৮৭ জন, ভোলায় নতুন ২৪ জনসহ ২৭২ জন, পিরোজপুরে নতুন ৫৪ জনসহ ৩০৩ জন, বরগুনায় নতুন ৪৪ জনসহ ২৬৪ জন এবং ঝালকাঠিতে নতুন ১৬ জনসহ ১৬১ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় নতুন দুইজনসহ ১১ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

সূত্রমতে, বিভাগে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত কোয়ারেন্টিন শেষ করেছেন ২৮৬ জন এবং গত ২৪ ঘন্টায় শেষ করেছেন ১৩৬ জন। কোয়ারেন্টিন থেকে মোট ছাড়পত্র পাওয়াদের মধ্যে বরিশাল জেলায় ৯১ জন, পটুয়াখালীতে ৬৪ জন, পিরোজপুরে ৩৬ জন, বরগুনায় ৬৩জন ও ঝালকাঠিতে ৩২ জন রয়েছে।

Share.
Exit mobile version