বরিশাল অফিস:- বরিশালে সীমিত আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। বৃহষ্পতিবার সকাল ১০ টায় নগরীর সার্কিট হাউজে বিভাগীয় কমিশনার সীমিত সংখ্যক ও সুনির্দিষ্ট অতিথিদের নির্দিষ্ট দূরত্ব বজায় সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।
পরে বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, করোনার সংক্রমন প্রতিরোধে রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুসারে সীমিত আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। এ সময় জনগণকে যার যার নিজের ঘরে উপস্থিত থেকে করোনার সংক্রমন বিস্তাররোধে সহায়তা করার আহবান জানান।

এরআগে সকালে জেলা পুলিশ লাইন্সে ৩১ বার তোপধ্বনি ও সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরআগে ২৫ মার্চ রাতে নিহতদের স্মরণে গণজমায়েত ব্যতিত নিজ নিজ অবস্থানে থেকে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। এদিকে হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, বৃদ্ধাশ্রম, ভবঘুরে প্রতিষ্ঠান ও শিশু দিবাযতœকেন্দ্র সমূহে উন্নতমানের খাবার পরিবেশন এবং হাত ধোয়ার সামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের বাসায় ফুল, মিষ্টি, স্মারক ও উপহার পাঠানো হয়েছে।
একইদিন গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা বহুমূখী সমবায় সমিতির কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলণ করেন মুক্তিযোদ্ধা সংগঠক গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সৈয়দ মনিরুল ইসলাম বুলেট ছিন্টুসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা।

Share.
Exit mobile version