রাঙা প্রভাত ডেস্ক:- করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় টেলিভিশনে শুরু হচ্ছে বিকল্প পাঠদান কার্যক্রম। আজ রোববার সকাল ৯টা ৫ মিনিটে সংসদ বাংলাদেশ টেলিভিশনে ষষ্ঠ শ্রেণীর ইংরেজির পাঠদান দিয়ে এ কার্যক্রম শুরু হবে।

‘আমার ঘরে আমার স্কুল’ শীর্ষক এ কর্মসূচির মাধ্যমে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বিষয়ভিত্তিক পাঠদানের আয়োজন করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

সংস্থার মহাপরিচালক অধ্যাপক ড. এসএম গোলাম ফারুক বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ভিত্তিক প্রকল্প ‘অ্যাকসেস টু ইনফরমেশন’র (এটুআই) সহায়তায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। আপাতত ৫ দিনের ক্লাস রুটিন প্রকাশ করা হয়েছে।

তিনি জানান, একদিকে শিক্ষকের লেকচার রেকর্ডিং হচ্ছে, আরেক দিকে সম্প্রচার করা হবে। আমরা এক সপ্তাহ করে রুটন প্রকাশ করব। প্রথম পর্যায়ে ২ এপ্রিল পর্যন্ত ক্লাস রুটিন প্রকাশ করা হয়েছে। দৈনিক ক্লাস শুরুর আগে জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। এরপর থাকবে করোনা সচেতনতার ওপর ৫ মিনিট বক্তব্য। এরপর পাঠদান। প্রতিদিন প্রতিটি শ্রেণির দুটি করে ক্লাস সম্প্রচার করা হবে। ক্লাসের ব্যাপ্তি হবে ২০ মিনিট। সকাল ৯টা ৫ মিনিটে ক্লাস শুরুহবে। দুপুর ১২টায় শেষ হবে ক্লাস।

Share.
Exit mobile version