বরিশাল অফিস:- বরিশালে করোনা সন্দেহে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন ৪৫ বছর বয়সের এক পুরুষ রোগীর রবিবার সকাল ৭ টা ২০ মিনিটে মৃত্যু হয়। তার বাড়ি পটুয়াখালী জেলার সদর উপজেলার গোহানগাছিয়া গ্রামে।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন জানান, পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে রেফার করার পর শনিবার বিকেল ৫ টা ৫০ মিনিটে ওই রোগীকে তার স্বজনরা শেবাচিম হাসপাতালে ভর্তি করে। এরপর ওই রোগীকে প্রথমে মেডিসিন ইউনিটে এবং সেখান থেকে রাতেই করোনা ওয়ার্ডে স্থানান্তর করার পর রবিবার সকাল ৭ টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। রোগীর শ্বশুর মোবাইল ফোনে জানান, মৃত রোগী দীর্ঘদিন যাবত অ্যাজমা জনিত শ্বাসকষ্ট রোগে ভূগছিলো।

শেবাচিমের পরিচালক আরও জানান, আমাদের এখনে করোনা ভাইরাস সনাক্তকরণের কোন কিটস নেই। তবুও রোগীর রোগের লক্ষন দেখে করোনায় আক্রান্ত সন্দেহে ভর্তি করা হয় এবং পরবর্তীতে তার মৃত্যু হয়। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটকে জানানো হয়েছে। তাদের দিক নির্দেশনা অনুযায়ী নমুনা সংগ্রহের পাশাপাশি মৃতদেহের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হচ্ছে।

Share.
Exit mobile version