রাঙা প্রভাত ডেস্ক:- চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত সন্দেহে এক নারীকে আইসোলেশন ইউনিটে নেয়া হয়েছে। রোববার গভীর রাতে ওই নারীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর তাকে আইসোলেশন ইউনিটে ভর্তি করে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: শামীম কবির জানান, চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত সন্দেহে এক নারী আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। সদর উপজেলার আলুকদিয়া গ্রামের ওই নারী (৩০) বেশ কয়েকদিন ধরেই জ্বর, ঠান্ডা ও কাশিতে ভুগছেন। এছাড়া তার শ্বাসকষ্টও রয়েছে।
রোববার রাতে ওই নারী বেশ অসুস্থ্য হয়ে পড়লে তার স্বামী তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি ওয়ার্ডে নেন। প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষায় করোনা আক্রান্ত সন্দেহ করা হচ্ছে। এ কারণে তাকে সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করানো হয়।