রাঙা প্রভাত ডেস্ক:- করোনভাইরাসের কারণে জনসমাগম এড়াতে বাংলা নববর্ষের সব অনুষ্ঠান স্থগিত করেছে সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আবদুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এমন নির্দেশনা দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘করোনাভাইরাসজনিত রোগের বিস্তার রোধকল্পে জনসমাগম পরিহার করার লক্ষ্যে আসন্ন পহেলা বৈশাখ ১৪১৭ বা এই উপলক্ষে সব ধরনের অনুষ্ঠান/কার্যক্রম স্থগিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তিন পার্বত্য জেলার বৈসাবিসহ অন্যান্য অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে।’

এর আগে করোনা পরিস্থিতিতে চলতি বছর বাংলা নববর্ষের অনুষ্ঠান সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, অন্য বছরের মতো অনুষ্ঠান বন্ধ থাকবে। তবে কেউ চাইলে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সীমিত পরিসরে উদযাপন করতে পারেন।

Share.
Exit mobile version