বরিশাল অফিস:- বরিশালের তৃতীয় লিঙ্গের হিজড়া সম্প্রদায় করোনা পরিস্থিতির কারণে রাস্তায় বের হতে পারছেন না । ফলে চরম দুর্দিন যাচ্ছিলো তাদের। এ অবস্থায় বরিশালের ৫০জন হিজড়ার পাশে দাঁড়িয়েছেন চৌকস জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। ইতোমধ্যে তৃতীয় লিঙ্গের ওই অর্ধশত হিজড়াকে ২০ দিনের খাদ্যসামগ্রী দেয়া হয়েছে।

নগরীর বান্দ রোডের অফিসার্স ক্লাব চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা প্রশাসক হিজড়া সম্প্রদায়ের মাঝে খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করেছেন। প্রতিজন হিজড়াকে ১০ কেজি করে চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১টি সাবান ও ২টি করে মাস্ক দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের দেয়া এসব খাদ্য সহায়তা পেয়ে বেজায় খুশি বরিশালের হিজড়া সস্প্রদায়। কবরি ও সোনালীসহ অন্যান্য হিজড়া সম্প্রদায়ের লোকজনে বলেন, করোনা পরিস্থিতির কারণে এতোদিন কেউ তাদের খোঁজ নেয়নি। সরকারের নির্দেশ মেনে তারা রাস্তায় বের হচ্ছেন না। ফলে তাদের ঘরে কোনো খাদ্যসামগ্রী ছিলোনা। এতে তারা চরম খাদ্য সংকটে পরেছিলেন। এ অবস্থায় জেলা প্রশাসনের খাদ্য সহায়তা পেয়ে কারা খুব খুশি হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, হিজড়া সম্প্রদায় সাধারণত বিভিন্ন দোকানে বা বাসা বাড়িতে চেয়ে দিনাতিপাত করেন। এতে তাদের মাধ্যমে করোনা ছড়াতে পারে। তাই সরকারের নির্দেশনা মেনে হিজড়ারা যাতে ঘরে থাকতে পারে সেজন্য তাদের ৫০ জনকে একসাথে ২০দিনের খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। আরও ২০জন হিজড়াকে খাদ্য সহায়তা দেওয়ার হবে বলেও তিনি উল্লেখ করেন।

Share.
Exit mobile version