বরিশাল অফিস:- করোনার চলমান পরিস্থিতিতে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে রাজধানীগামী যাত্রীদের ভীড় লক্ষ্য করা গেছে শনিবার সকালে । অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস, মাইক্রোবাস বন্ধ থাকায় সব বাঁধা উপেক্ষা করে বিকল্প পথে ঢাকার উদ্দেশ্যে ছুটছেন মানুষ। কেবল নগরীর নয়, জেলার অনান্য উপজেলায় থাকা বিশেষ করে গার্মেন্টস শ্রমিকরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছেন।

রাজধানীগামী একাধিক যাত্রীরা বলেন, সরকার ছুটি ঘোষণা করার পর তারা গ্রামের বাড়িতে ফিরেছিলেন। তবে ৫ এপ্রিল থেকে গার্মেন্টস ও কয়েকটি বেসরকারী কোম্পানীর অফিস খোলার ঘোষণা দিয়েছে। এখন চাকরী টিকিয়ে রাখতে তাদের কষ্ট করে কখনো পায়ে হেটে, ট্রাকে চেঁপে আবার ভাড়ায় চালিত মোটরসাইকেলযোগে কয়েকগুণ বাড়তি ভাড়া দিয়ে তাদের গন্তব্যে যেতে হচ্ছে। নগর গোয়েন্দা পুলিশের এসআই সুজিত কুমার বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে এসব যাত্রীদের বলা হচ্ছে এবং তারা চেষ্টা করছেন যাতে করে মানুষের ভীড় না হয়।

Share.
Exit mobile version