বরিশাল অফিস:- বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মৃতরোগীসহ ছয়জন রোগীর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছিলো। তাদের কারো দেহেই করোনার উপসর্গ পাওয়া যায়নি।

ফলে করোনা নিয়ে বরিশালবাসীর আতঙ্কের কিছুই নেই। এখন শুধু প্রয়োজন সরকারের নির্দেশ মেনে সর্তকতার সাথে করোনা মোবাবেলা করা। শনিবার দুপুরে একথা জানিয়েছেন শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন। তিনি আরও জানান, বর্তমানে শেবাচিমের করোনা ইউনিটে দুইজন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মনোয়ার হোসেন শনিবার দুপুরে জানান, নগরীসহ জেলার ১০টি উপজেলায় বিদেশ থেকে আসা ৬৮৯জন ব্যাক্তিকে হোম কোয়ারেন্টাইনে নিয়েছিলেন স্থানীয় প্রশাসন। এদেরমধ্যে ৪৪০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

Share.
Exit mobile version