নিজস্ব প্রতিবেদক:- করোনা প্রতিরোধে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি ) শক্ত অবস্থানে রয়েছে। তাই অযথা বাহিরে ঘোরাফেরা না করার জন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএমপি কমিশনার ।

বিএমপি‘র মিডিয়া সেলের এক বিজ্ঞতিতে কমিশনার জানিয়েছেন, করোনা প্রতিরোধে ইতিমধ্যে বিএমপি কর্তৃক সচেতনতা মূলক বহু প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়েছে। অপ্রয়োজনে ঘরের বাহির যেতে নিষেধ সহ সরকারী সকল নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি জানান, সরকারি সিদ্ধান্ত মোতাবেক শুধুমাত্র ঔষধের দোকান, মেডিকেল সার্ভিস সমূহ খোলা থাকবে। খাবারের দোকান, কাঁচা বাজারের দোকান ও মুদি দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। পাড়া-মহল্লার দোকানগুলো সকাল থেকে দুপুর দুটো’র মধ্যে বন্ধ করার জন্য বলা হয়েছে।

বার্তায় তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে জানান, অপ্রয়োজনে কেউ ঘরের বাহিরে আসতে পারবে না। এ নির্দেশ অমান্য করলে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার সহ তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Share.
Exit mobile version