বরিশাল অফিস:- করোনা ভাইরাসে আপদকালীন সময় সুস্থ্য হয়ে বাড়ি ফেরা রোগীদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের আন্তঃবিভাগ চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দরা ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন ।
সোমবার সকালে চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ সুদীপ কুমার হালদার জানান, প্রতিদিন শেবাচিম থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফেরা অসহায় ও দুঃস্থ ২০ জনকে এই খাদ্য সহায়তা ও বাড়ি ফেরার যাতায়াত বাবদ নগদ অর্থ প্রদান করা হবে। তিনি আরও জানান, হাসপাতালে ভর্তির পর ছাড়পত্রপ্রাপ্ত রোগীদের জন্য রবিবার সকাল থেকে এ ব্যবস্থা চালু করা হয়েছে। তিনি বলেন, হাসপাতালে অনেক রোগী ভর্তি হন। যারা খুবই গরিব, তারা ছাড়পত্র পেলে আন্তঃবিভাগর চিকিৎসক পরিষদের ফান্ডে থাকা অর্থ দিয়ে তাদের হাতে আমরা চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, লবন তুলে দিচ্ছি। পাশাপাশি যাতায়াতের জন্য নগদ অর্থও দেয়া হচ্ছে। এ কার্যক্রম চলবে করোনা ভাইরাসের আপদকালীন সময় পর্যন্ত।