বরিশাল অফিস:- জেলার বাকেরগঞ্জ উপজেলায় চারটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। এনিয়ে জেলায় মোট ১০টি বাড়ি লকডাউন হলো। বুধবার রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাজিব আহমেদ।
তিনি জানান, বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুরের ছোট রঘুনাথপুরে চারটি বাড়ি লকডাউন করা হয়েছে। ওই এলাকায় ৪৭ বছর বয়সের এক নারী করোনার উপসর্গ (শ্বাসকষ্ট, সর্দি, মাথা ব্যথা) নিয়ে উপজেলার স্বাস্থ্য কর্মকর্তাদের স্মরণাপন্ন হন। পরে তারা তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়েছেন। পাশাপাশি ওই নারীর করোনা শনাক্তকরণ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। সতর্কতার জন্য ওই নারীর বাড়িসহ চারটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। এর আগে বরিশাল সদর ও উজিরপুর উপজেলার ছয়টি বাড়ি লকডাউন করা হয়।
অপরদিকে বরিশাল বিভাগের ছয় জেলায় হোম কোয়ারেন্টিনে থাকা তিন হাজার ১৪৫ জনের মধ্যে ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৯৬৯ জন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে শুধু বরিশাল, ভোলা, পটুয়াখালী ও পিরোজপুর জেলায় ৭২ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে এবং এ চার জেলাতেই ১৯৩ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বরগুনা ও ঝালকাঠি জেলায় নতুন করে কাউকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়নি।