বরিশাল অফিস:- বিভাগের ছয় জেলায় হোম কোয়ারেন্টিনে থাকাদের মধ্যে শনিবার পর্যন্ত ৩ হাজার ৫৪ জন ব্যক্তি ছাড়পত্র পেয়েছেন। আর গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র দেয়া হয়েছে ১৪ জনকে। পাশাপাশি নতুন করে গত ২৪ ঘণ্টায় বরিশাল সদর ব্যতীত বিভাগের পাঁচ জেলায় ১১৬ জনকে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি কর্পোরেশনসহ বিভাগের ছয় জেলায় ৩ হাজার ৭২৪ জনকে কোয়ারেন্টিনের আওতায় আনা হয়। যার মধ্যে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা ৩ হাজার ৫৫১ জনের মধ্যে এ পর্যন্ত ৩ হাজার ৫৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে কোয়ারেন্টিনে থাকা ২৪৬ জনের মধ্যে এ পর্যন্ত ৭ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে শুধু ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠি জেলায় ১১৬ জনকে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে। এর বাইরে বিভাগে এ পর্যন্ত আইসোলেশনে চিকিৎসা নেয়া ৩১ জন রোগীর মধ্যে ২৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। অপরদিকে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত দুইজনের পরীক্ষার রিপোর্ট নেগিটিভ এসেছে। এর বাইরে পটুয়াখালী ও বরগুনা জেলায় দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।

Share.
Exit mobile version