রাঙা প্রভাত ডেস্ক:- নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ ও মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলামসহ নতুন করে আরো আটজনের মধ্যে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংক্যা দাঁড়ালো ৮৫ জনে। এছাড়া মৃত্যুবরণ করেছে ১০ জন।

জেলা প্রশাসন জানিয়েছে আইইডিসিআর থেকে দুইটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জে অবস্থান করছে। তারা বাড়িতে বাড়িতে গিয়ে করোনা ভাইরাসের স্যাম্পল সংগ্রহ করবে। বিভাগীয় কমিশনার ও স্বাস্থ্য বিভাগের সাথে কথা হয়েছে। নগরীর খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে আজ থেকেই রোগী রাখার ব্যবস্থা করা হয়েছে।

Share.
Exit mobile version