রাঙা প্রভাত ডেস্ক:- দেশে নতুন করে আরও ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫ জন। এ নিয়ে করোনা শনাক্ত হয়ে দেশে মারা গেছেন মোট ৩৯ জন। মোট আক্রান্ত ৮০৩ জন। সোমবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এসময় স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক বলেন, যেসব বেসরকারি হাসপাতাল করোনা পরীক্ষায় আগ্রহী তাদের অনুমোদন দেয়া হবে। এখন পর্যন্ত আইসোলেশনে আছেন ৪৩৭ জন।

তিনি আরো বলেন, করোনা মোকাবেলায় লকডাউন জোরদার করতে হবে। প্রতিনিয়ত লকডাউন কার্যক্রম চলছে। কিন্তু লকডাউন মানুষ পুরোপুরি মেনে চলছে না। কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে এটা বুঝতে হবে। হাসপাতালে লক্ষ লক্ষ মানুষকে চিকিৎসা দেয়া উন্নত দেশেও সম্ভব না। তাই সবাইকে ঘরে থাকতে হবে। নির্দেশনা মেনে চলতে হবে।

Share.
Exit mobile version