রাঙা প্রভাত ডেস্ক:- চীন থেকে করোনা সনাক্তকারী কিটসহ, পিপিইসহ চিকিৎসা সামগ্রী আনছে বিমান বাহিনীর সি-১৩০ জে পরিবহন বিমান। শুক্রবার বিমান বাহিনীর ১৬ জন এয়ার ক্রু চীনের উদ্দেশ্যে চট্রগ্রামের আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দর ত্যাগ করবেন।

বিমান বাহিনীর এয়ার কমডোর মো. জাহিদুর রহমান দলনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। করোনাভাইরাস প্রতিরোধ ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে সশস্ত্র বাহিনী চীন সরকারের প্রস্তাবের প্রেক্ষিতে চীন থেকে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের সনাক্তকরণের প্রয়োজনীয় কীট, এন-৯৫ মাস্ক, সার্জিক্যাল মাস্ক, ইলেট্রিক থার্মোমিটার, মেডিক্যাল সেফটি গ্লাস, প্রটেক্টিভ গøাভস, গগলস এবং ব্যক্তিগত সুরক্ষা (পিপিই) সহ চিকিৎসা সহায়ক সামগ্রী সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করেছে।

চিকিৎসা সহায়ক সামগ্রী সংগ্রহের নিমিত্তে বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান চীনের উদ্দেশ্যে যাত্রা করেছে। সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বিমান বাহিনী জরুরী বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন সহায়তা প্রদান করছে।

Share.
Exit mobile version