বরিশাল অফিস:- করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশে গৃহে থাকা কর্মহীন নিন্ম ও মধ্যবিত্ত পরিবারের মাঝে নিজেদের রেশনের খাদ্য সহায়তা হিসেবে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের সেনা সদস্যরা। শনিবার সকালে নগরীর বিভিন্ন এলাকার বাড়িতে বাড়িতে গিয়ে সেনাসদস্যরা এসব খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন।

সেনা কর্মকর্তারা জানান, সমাজের অনেক মানুষ আছেন বাসায় খাবার শেষ হয়ে গেলেও লোকলজ্জায় কাউকে কিছু বলতে কিংবা হাত পেতে চাইতে পারছেন না, তাদের জন্য এ ব্যবস্থা করা হয়েছে। ওইসব মানুষদের খুঁজে বের করে তাদের বাসায় বাসায় গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ৬২ ইস্ট বেঙ্গল ছয় পদাতিক ব্রিগেডের অধিনায়ক লে. কর্নেল ফয়সাল আবেদী হাসান বলেন, এ পর্যন্ত তারা এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন। ভবিষ্যতেও তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Share.
Exit mobile version