বরিশাল অফিস :- গত ২৪ ঘন্টায় বরিশালে আরও সাত জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩১ জনে। মঙ্গলবার বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজের মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে সাতজনের নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে।
জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই সাতজন ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে, পাশাপাশি তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে।
নতুন করে আক্রান্ত ব্যক্তিরা হলেন-বাবুগঞ্জের বাসিন্দা দুইজন। তাদের মধ্য একজন নারী (৩৬) ও একজন পুরুষ (২৬), বানারীপাড়ার বাসিন্দা দুইজন। তাদের মধ্য একজন নারী (১৭) ও একজন পুরুষ (৪০), উজিরপুরের একজন পুরুষ (৩৮), বরিশাল মহানগরীর একজন পুরুষ (৩৯) এবং হিজলার একজন পুরুষ (৬৫)। নতুন করে বানারীপাড়া এবং উজিরপুর উপজেলায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
সূত্রমতে, জেলায় করোনা আক্রান্ত উপজেলা সমূহ হল বাবুগঞ্জে ১০জন, নগরীকে নয়জন, মুলাদীকে একজন, হিজলায় দুইজন, আগৈলঝাড়া একজন, গৌরনদীতে দুইজন, উজিরপুরে একজন, বানারীপাড়ায় দুইজন, মেহেন্দীগঞ্জে দুইজন এবং বাকেরগঞ্জে একজন। উল্লেখ্য, গত ১২ এপ্রিল জেলায় প্রথমবারের মতো দুইজন রোগীর করোনা শনাক্ত হয়।