রাঙা প্রভাত ডেস্ক :- করোনার দুর্যোগকালে সাধারণ মানুষকে ক্ষেপিয়ে সরকার বিরোধী যড়যন্ত্রের অভিযোগে বিএনপি ও বাংলাদেশ কংগ্রেসের দুই নেতাকে গ্রেফতার করেছে রংপুরের পীরগাছা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- পীরগাছা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ও ইউপি সদস্য ফিরোজ মিয়া এবং বাংলাদেশ কংগ্রেসের জেলা সম্পাদক সিরাজুল ইসলাম।
পুলিশ জানায়, গ্রেফতার ফিরোজ ও সিরাজ কর্মহীন মানুষকে খাদ্যসামগ্রী দেয়ার কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে ২/৩শ’ করে টাকা নেন। কিন্তু খাদ্য দিতে না পারায় কর্মহীন মানুষ তাদের চাপ সৃষ্টি করে। এ সময় তারা স্থানীয় কর্মহীন মানুষের সড়ক অবরোধ করে বিক্ষোভ করার ইন্ধন দিয়ে বলেন, অবরোধ করলে বেশি ত্রাণ পাওয়া যাবে।
তাদের ইন্ধনে সোমবার (২০ এপ্রিল) পীরগাছা উপজেলার কদমতলী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শতাধিক কর্মহীন মানুষ। খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কর্মহীন এসব মানুষ পুলিশকে জানায়, ফিরোজ মিয়া ও সিরাজুল তাদের মিছিল ও বিক্ষোভ করতে বলেছেন। বিক্ষোভ করলে বেশি খাদ্য পাওয়া যাবে বলে তারা ইন্ধন দিয়েছেন।
পুলিশ জানায় বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারা মোতাবেক মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।