রাঙা প্রভাত ডেস্ক :- করোনাভাইরাসের লকডাউনে দরিদ্র মানুষের জন্য সহায়তা দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভিক্ষুক নাজিমউদ্দিন। মঙ্গলবার নিজের বসতঘর মেরামতের জন্য জমানো দশ হাজার টাকা সরকারি ত্রাণ তহবিলে দিয়েছেন প্রবীণ এই ব্যক্তি। এমন ঘটনায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নাজিমউদ্দিন ও তার পরিবারকে ঘরবাড়িসহ সহায়তার কথা জানিয়েছে জেলা প্রশাসন।

ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাসিন্দা নাজিমুদ্দিন। স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে নিয়ে পরিবার। ভিক্ষা করে সংসার চলে আশি বছরের নাজিমুদ্দিনের। ভিক্ষা করে জমিয়েছিলেন ১০ হাজার টাকা।

করোনাভাইরাসে ঘরবন্দি দরিদ্রদের জন্য নাজিমউদ্দিন সেই টাকা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে।

শেরপুরের ঝিনাইগাতী নাজিমউদ্দিন বলেন, বসতঘর মেরামতের জন্য ২ বছরে তিনি ওই টাকা জমান।

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল মাহমুদ বলেন, নাজিমউদ্দিনের পরিবারের জন্য আর্থিক সহায়তাসহ শিগগিরই একটি বসতঘর নির্মাণের ব্যবস্থা করা হবে।

Share.
Exit mobile version