রাঙা প্রভাত ডেস্ক :- নভেল করোনাভাইরাস (কভিড-১৯) কারণে দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে গোটা বিশ্ব। করোনাভাইরাস মহামারি মোকাবিলায় যখন হিমশিম খাচ্ছে বিভিন্ন দেশ তখন এমন সতর্কবার্তা দিলো জাতিসংঘ। সংকট নিরসনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি।

এখনই কার্যকর পদক্ষেপ না নিলে খাদ্য ঘাটতির কারণে বিশ্বজুড়ে ৩ কোটি কিংবা তার বেশি মানুষের মৃত্যুর শঙ্কা জানিয়েছেন সংস্থাটির প্রধান ডেভিড বিসলে। পরিসংখ্যান বলছে, করোনার কারণে খাদ্য ঘাটতির মুখে পড়তে পারে ১৩ থেকে ২৫ কোটি মানুষ।

যেসব দেশ আগে থেকেই যুদ্ধ, জলবায়ু পরিবর্তন ও অর্থনৈতিক সংকটের মতো সমস্যায় জর্জরিত তাদের দুর্ভিক্ষের ঝুঁকি সবচেয়ে বেশি বলে সতর্ক করেছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম।

সুইজারল্যান্ডের জেনেভায় অনলাইনে দেয়া এক ব্রিফিংয়ে ডবিøউএফপির প্রধান অর্থনীতিবিদ আরিফ হুসেইন বলেছেন, সুতার উপর ঝুলে থাকা কোটি কোটি মানুষের জন্য করোনাভাইরাসের ভয়াবহ বিপর্যয় হিসেবে আবির্ভূত হতে পারে। পরিস্থিতি মোকাবিলায় আমাদের সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। যদি আমরা তা না করি তাহলে চড়া মূল্য দিতে হবে, ভয়াবহ মূল্য দিতে হবে বিশ্বকে। অনেকে প্রাণ হারাবে, অসংখ্য মানুষ জীবিকা হারাবে।

সে হিসেবে ইয়েমেন, সিরিয়া, সাউথ সুদান, ইথিওপিয়া, আফগানিস্থানের মত ১০টি দেশের ঝুঁকি অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি।

Share.
Exit mobile version