রাঙা প্রভাত ডেস্ক :-  মৌসুমী লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও মুষলধারে বৃষ্টি হয়েছে। মানিকগঞ্জের দৌলতপুরে ঝড়ে গাছচাপায় মরা গেছে এক কিশোরী।

বৃহস্পতিবার বিকেল ৪টার পরে আকাশ মেঘে ঢেকে যায়। এরপর বজ্রসহ শিলাবৃষ্টি হয়। তবে আধাঘণ্টা পর আকাশ পরিষ্কার হয়ে আসে। রাজধানীতে আধা ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৪৩ মিলিমিটার। মিরপুর, কারওয়ানবাজার, মহাখালী, মগবাজারসহ কিছু এলাকায় রাস্তায় পানি জমে যায়। কয়েকটি এলাকায় ভেঙে পড়েছে গাছের ডালপালা।

এর আগে আবহাওয়ার অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, ২২ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত দেশের উত্তর পূর্বাঞ্চল ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। এসময় বৃষ্টি হতে পারে ২শ থেকে ৪শ মিলিমিটার।

বৃষ্টির কারণে সুনামগঞ্জ ও সিলেটের হাওরাঞ্চলে নদীর পানি বেড়ে বন্যার আশঙ্কা করেন আবহাওয়াবিদরা। সুনামগঞ্জের সুরমা নদীর পানি ৪ থেকে ৬ মিটার বৃদ্ধি পেতে পারে।

Share.
Exit mobile version