বরিশাল অফিস :- সদর উপজেলার চরমোনাই এলাকার কীর্তনখোলা নদীর ভাঙ্গনে দিশেহারা হয়ে পরেছেন ওই এলাকার বাসিন্দারা। চরমোনাই দরবার শরীফ সংলগ্ন কীর্তনখোলার ভাঙন কোন কিছুতেই যেন থামছে না। অব্যাহত নদী ভাঙ্গনের ফলে ছোট হয়ে আসছে ওই এলাকার মানচিত্র।

ইতোমধ্যে ঘরবাড়ি, আবাদি জমি হারিয়ে দিশেহারা হয়ে পরেছেন ওই এলাকার বাসিন্দরা। বর্তমানে নদীর তীরবর্তী যেসব পরিবার বসবাস করছেন তারা দিন কাটাচ্ছেন চরম আতংকের মধ্যে। ইতোমধ্যে নদী সংলগ্ন রাস্তা, বাঁধ ও ফসলী জমি নদীতে গ্রাস করে নিয়েছে।

এই এলাকার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন বলেন, যেভাবে ভাঙ্গন শুরু হয়েছে তাতে পুরো এলাকা বিলিন হতে আর বেশীদিন সময় লাগবে না। স্থানীয়রা জরুরি ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি করেছেন।

Share.
Exit mobile version