Print Friendly, PDF & Email

বরিশাল অফিস :- জেলায় কর্মহীন, অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান কর্মসূচি অব্যাহত রয়েছে। এ পর্যন্ত বরিশাল মহানগরসহ গোটা জেলার বিভিন্ন উপজেলায় ১ লাখ ৪৩ হাজার ২ শ’ পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় সর্বমোট ২ হাজার ৫০ মেট্রিক টন চাল, নগদ ৮৭ লাখ টাকা ও শিশুখাদ্য বাবদ ১৮ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। যারমধ্যে ১ হাজার ৪৩২ মেট্রিক টন চাল, নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় বাবদ নগদ ৬৮ লাখ ৪৫ হাজার টাকা এবং শিশু খাদ্য বাবদ ১ লাখ ৯০ হাজার টাকা মানবিক সহায়তার কাজে ব্যয় হয়েছে।

অপরদিকে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর এ পর্যন্ত ৩২০ মেট্রিক টন চাল এবং নগদ ৭ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। এ বরাদ্দ থেকে নগরীর ৩০টি ওয়ার্ডে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা পৌঁছে দেয়া হয়েছে।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, জেলার কোন মানুষ যাতে অভুক্ত না থাকেন সে ব্যাপারে জেলা প্রশাসন সর্বদা সচেতন আছেন। সরকারের পাশাপাশি এ কাজে তিনি (জেলা প্রশাসক) সমাজের বিত্তবানদের কর্মহীন, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান করেছেন।

Share.
Exit mobile version