রাঙা প্রভাত ডেস্ক :- শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে পালিয়েছে ওই ইউনিয়নের চেয়ারম্যান। এ সময় ৫৩ ববস্তা চাল জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, কুচাইপট্টি ইউনিয়নে জেলেদের মাঝে মৎস্য ভিজিএফের চাল বিতরণে অনিয়ম হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। ভুক্তভোগী কয়েকজনের সাথে কথা বলে এর সত্যতা মেলে। ৪০ কেজির পরিবর্তে ৩৪ কেজি করে চাল দেয়া হচ্ছে এবং জেলেদের বাদ দিয়ে অন্যদের দেয়া হচ্ছে তারও প্রমাণ মেলে। এ ঘটনা তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।

Share.
Exit mobile version