স্বাধীন পাখি

হেমায়েত উদ্দিন

আমার মনে আসা ছন্দে সাজানো,,
পাখিরা উড়ে বেড়ায় ওই আকাশপানে,,
ওরা যে তাই বেঁচে থাকে ভালোবাসাই তার মানে।

বাতাস বইতে বইতে বেলা হয় পার,,
পাখির ডাক তবে শুরু হয় আবার।

কতই না পাখি আকাশে আজ উড়ে ঘুরে ফিরে যায়,,
আসল সুখ পাখিটার ডাক ক’জন ই বা পায়।

পাখির ডাকের মধুরতায় বেলা যায় আজ বেড়ে,,
কষ্টে কষ্টে পাখিরাই আসে আসে ঝড় বন্যায় হেরে।

খাঁচার পাখি আজ পাক খুঁজে তার উড়ে বেড়ানোর ডানা,,
পাখি ডাকুক কিচির মিচির নাই যে কোনো মানা।

Share.
Exit mobile version