রাঙা প্রভাত ডেস্ক :- হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে নিহত হওয়া কৃষকদের পরিবারকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১ লক্ষ করে অর্থ সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেনে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

বুধবার দুপুরে সুনামগঞ্জের কয়েকটি হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী । তিনি বলেন, সরকার কৃষকেদর প্রতি বছর যে ১৪ হাজার কোটি টাকা ঋণ দেয়, তার ৯ শতাংশ হারে সুদ কমিয়ে সরকার ৪ শতাংশ করেছে। এখন ঋণের পরিমান হবে ১৯ হাজার কোটি টাকা।

এসময় প্রধানমন্ত্রীর প্রতিশ্রতি অনুযায়ী হাওরে কৃষকদের মাঝে দুটি ধান কাটার মেশিনও হস্থান্তর করা হয়। এসময় সুনামগঞ্জের সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সকল সরকারি অফিস সমুহের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share.
Exit mobile version