বরিশাল অফিস :-  হামলার তিনদিন পর মাহমুদা বেগম (২৮) নামের এক গৃহবধূ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় নিহতের ভাই সবুজ হাওলাদার বাদি হয়ে মঙ্গলবার দিবাগত রাতে জেলার বানারীপাড়া থানায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বুধবার সকালে বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল জানান, আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। তিনি আরও জানান, উপজেলার মধ্য ইলুহার গ্রামে জমিজমা নিয়ে তোতা মিয়া হাওলাদার ও তার ভাই গাফ্ফার হাওলাদারের পরিবারের মাঝে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। এর জেরধরে গত ২৫ এপ্রিল দুপুরে দুইপক্ষের মধ্যে বাগ্বিতন্ডার একপর্যায়ে আসামিরা তোতা মিয়া হাওলাদার (৬৫), তার স্ত্রী হাফিজা বেগম (৫০) ও বেড়াতে আসা তাদের মেয়ে মাহমুদা বেগমকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। গুরুতর অবস্থায় আহতদের বানারীপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করার পর আশংকাজনক অবস্থায় মাহমুদা বেগমকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মাহমুদা বেগমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে এক সন্তানের জননী মাহমুদা মারা যায়। ওই হাসপাতালেই লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।

Share.
Exit mobile version