বরিশাল অফিস :-  নগরীর ১নং ওয়ার্ডের হাজেরা খাতুন সড়কের বাসিন্দা ও নথুল্লাবাদ বাসটার্মিনাল সংলগ্ন এলাকার চায়ের দোকানি বাদশা খান মানুষের দুর্দশার কথা ভেবে নিজের প্রতিবন্ধী ভাতার টাকা তুলে দিয়েছেন কর্মহীন অসহায় ও দরিদ্রদের সহায়তায়। আর দৃষ্টান্ত স্থাপন করার মতো কাজটি করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের হাতে ত্রাণ তহবিলে জমা দেয়ার জন্য পাঁচ হাজার টাকার রশিদ তুলে দিয়েছেন প্রতিবন্ধী বাদশা।

বৃহস্পতিবার সকালে তিনি বলেন, প্রতিবন্ধী হিসেবে প্রতিমাসে সে ছয়শ’ টাকা ভাতা পান। পাঁচ মাসের ভাতার তিন হাজার টাকা তিনি পহেলা রমজানে ব্যাংক থেকে উত্তোলন করেছেন। এছাড়া তার হাতে জমানো ছিলো দুই হাজার টাকা। মোট পাঁচ হাজার টাকা কর্মহীন দিনমজুরদের সহায়তার জন্য সিটি মেয়রের ত্রাণ তহবিলে জমা দিয়েছেন।

সিটি মেয়রের উদ্বৃতি দিয়ে প্রশাসনিক কর্মকর্তা বলেন, বাদশা বরিশালবাসীর গর্ব। শারিরীক প্রতিবন্ধী হয়েও তিনি যে কাজটি করেছেন তা সবার জন্য অনুকরনীয়।

Share.
Exit mobile version