বরিশাল অফিস :- করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকটের কারনে জেলার বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষাথীরা কৃষকের বোরো ধান কেটে ঘরে তুলে দিতে মাঠে নেমেছেন । তারা স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেয়ার কাজ শুরু করেছেন।

সূত্রমতে, বৃহস্পতিবার সকাল সাতটার দিকে দ্বিতীয় দিনের ন্যায় তারা এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের পাশেই কৃষক হুমায়ুন মৃধার ১০০ শতক জমির ধান কাটার কাজে যুক্ত হন। প্রধানশিক্ষক মিলন কান্ত সরকার মলয় ১৫ সদস্যর টিম নিয়ে ধানকাটা শুরু করেন।

প্রধানশিক্ষক বলেন, ফসল তোলার কাজে কৃষককে সহযোগিতা করলে সকলের সুবিধা। কৃষক সঠিক সময়ে ধান সংগ্রহ করতে পারলে দেশে খাদ্য সংকট হবেনা। কয়েকটি টিমের মাধ্যমে আমাদের ধান সংগ্রহের কার্যক্রম অব্যাহত থাকবে।

বানারীপাড়া উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা জালিস মাহমুদ বলেন, চলতি বোরো মৌসুমে উপজেলায় পাঁচ হাজার দুইশ’ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। সঠিক সময়ে কৃষক এ ধান ঘরে তুলতে পারলে স্থানীয় চাহিদা মেটানোর পরেও অতিরিক্ত থাকবে।

Share.
Exit mobile version