আরিফ হোসেন, বাবুগঞ্জ :- ঢাকা-বরিশাল মহাসড়কের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর পশ্চিম প্রান্তের ঢালে মূল সড়কের বাম পাশে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। গত দুইদিনের টানা বর্ষণে ফাটল ও ধস বেড়ে মরণফাঁদের সৃষ্টি হয়েছে।
বুধবার সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।
ফাটল ও ধস দেখতে বুধবার সকালে ভিড় জমায় এলাকার নানা বয়সী মানুষ।
সেতুর ঢালের কোন পাশেই পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকাতে বৃষ্টির পানি গড়িয়ে পরে বেশ কয়েক জায়গায় জলপ্রপাত এর মতো গভীর গর্তের সৃষ্টি হয়েছে যা মূল সড়ক স্পর্শ করেছে।
এ ব্যাপারে বরিশাল সড়ক ও জনপদ বিভাগের কোন তৎপরতা এ রিপোর্ট লেখা পর্যন্ত দেখা যায়নি । বর্তমানে ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন যাতায়াত করছে। যে কোন সময় সৃষ্ট গর্তের ফলে মূল সড়ক দেবে গিয়ে অথবা অসাবধানতায় বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে ।