বরিশাল অফিস :- করোনা মোকাবেলায় ইতিমধ্যে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার থেকে দক্ষিণের সর্ববৃহত হাসপাতাল শেবাচিমের করোনা যোদ্ধা হিসেবে পরিচিত শতাধিক চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মচারীদের জন্য বরিশালের সাতটি উন্নত মানের হোটেল বরাদ্দ দেওয়া হয়েছে।

শুক্রবার রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, করোনা যোদ্ধাদের জন্য বরাদ্দ করা হোটেলগুলো হলো-গ্রান্ড পার্ক, সেডোনা, এরিনা, এথেনা, ইস্টান, আলি ইন্টারন্যাশনাল এবং রোদেলা।

আরও জানা গেছে, শুক্রবার বিকেলে হোটেল গ্রান্ড পার্কে ১০ জন ডাক্তার এবং হোটেল সেডোনায় ২৭ জন ডাক্তার এবং নার্স উঠেছে। পর্যায়ক্রমে অন্যান্য হোটেলগুলোতে ডাক্তার-নার্সসহ অন্যান্যরা উঠবেন।

জানাগেছে, করোনা যোদ্ধারা করোনা রোগীদের সেবা নিশ্চিত করে নিজের এবং পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Share.
Exit mobile version