বরিশাল অফিস :- করোনা প্রাদুর্ভাব থেকে সৃষ্ট বর্তমান পরিস্থিতিতে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য কোন জমি পতিত না রেখে কৃষিকাজে সর্বোচ্চ ব্যবহারের জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।
নির্দেশনা মোতাবেক জমির মালিকগণকে কৃষিকাজে ব্যবহার করা যায় এমন জমি পতিত না রেখে কৃষি উৎপাদনের জন্য ব্যবহার করতে অনুরোধ করেছেন জেলা প্রশাসক। কৃষি কাজের জন্য জেলা প্রশাসন থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে।
শুক্রবার রাতে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে-কোন ব্যক্তি তার জমি কৃষিকাজে ব্যবহার না করে পতিত রাখলে উক্ত জমি রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ১৯৫০ এর ৯২ (১) ধারা মোতাবেক খাসকরণের ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।