বরিশাল অফিস :- বরিশালের এক আইনজীবীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাতদিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। টিসিবি’র পন্য বিক্রিতে বাঁধা প্রদান ও ট্যাগ অফিসারকে লাঞ্ছিত করার কারনে তাকে কারাদন্ড প্রদান করা হয়।
শনিবার দিবাগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, দন্ডপ্রাপ্ত আইনজীবী নগরীর ডেফুলিয়া এলাকার বাসিন্দা। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল হুদা জানান, টিসিবি’র এক পণ্য বিক্রিয়কারী ডিলার শনিবার ট্রাকে করে ডেফুলিয়া এলাকায় ন্যায্য মূল্যে পন্য বিক্রি করছিলো।
এ সময় রবিউল ইসলাম রিপন নামের ওই আইনজীবী নানা অভিযোগ তুলে উপস্থিত ট্যাগ অফিসার সুবোধ মজুমদারের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে শারিরিকভাবে লাঞ্ছিত করেন। খবর পেয়ে তিনি (নাজমুল হুদা) ঘটনাস্থলে পৌঁছে সরকারি কাজে বাঁধা এবং কর্মকর্তাকে লাঞ্ছিত করার দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রবিউল ইসলাম রিপনকে সাতদিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত এ্যাডভোকেট রবিউল ইসলাম রিপনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।