রাঙা প্রভাত ডেস্ক :- করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্তদের সহায়তায় দুটি স্বারক নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছিলেন দেশের অন্যতম দুই তারকা ক্রিকেটার সৌম্য সরকার এবং তাসকিন আহমেদ।

রোববার সাকিবের ব্যাট নিলামকারী প্রতিষ্ঠান অকশন ফর অ্যাকশনের মাধ্যমে নিলামে তোলা হয় সৌম্য সরকারের ব্যাট এবং তাসকিনের হ্যাটট্রিক করা বল।

রাত ১১.৫৯ পর্যন্ত নিলামে অংশ নেয়ার সময়সীমায় সৌম্যর ব্যাটের সর্বোচ্চ মূল্য ওঠে সাড়ে চার লাখ টাকা ও তাসকিনের বলের সর্বোচ্চ মূল্য ওঠে ৪ লাখ টাকা।

জানা গেছে, একটি ব্যাংক নিলামে জিতে এই ব্যাট এবং বল কিনে নিয়েছে। তবে ব্যাংকের নাম জানা যায়নি।

অকশন ফর অ্যাকশনের অন্যতম স্বাত্ত্বাধিকারী আরিফ আর হোসেন জানিয়েছেন, সৌম্য ও তাসকিনের এ দুটি স্বারকের ক্রেতার পরিচয়সহ সোমবার দুপুর ১২ টায় বিস্তারিত প্রকাশ করা হবে।

এ ব্যাট-বল বিক্রির প্রাপ্ত অর্থের পুরোটাই করোনাকালে অসহায় হয়ে পড়া মানুষদের জন্য ব্যয় করবেন সৌম্য ও তাসকিন।

Share.
Exit mobile version