রাঙা প্রভাত ডেস্ক :- বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে একক পেশা হিসেবে প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত বিভিন্ন পদমর্যাদার ৪৪৭ জন কর্মকর্তা ও সিভিল স্টাফ আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে কনস্টবল থেকে এডিসি পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। এর বাইরে কয়েকজন আনসার সদস্য ও সিভিল স্টাফও রয়েছেন আক্রান্তের তালিকায়।

রোববার রাতে ডিএমপির ভেরিফায়েড ফেসবুক পেজে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

সেখানে আরও জানানো হয়েছে, আক্রান্তদের মধ্যে দুই জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

ডিএমপি সদরদফতরের সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) আশিক হাসান জানান, ৩ মে পর্যন্ত ডিএমপির আক্রান্ত ৪৪৭ জনের তালিকায় রয়েছেন – ১০ জন পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর), ২৬ জন উপ-পরিদর্শক (এসআই), ২জন সার্জেন্ট, ৫৩ জন সহকারী উপ-পরিদর্শক (এএসআই), ২২ জন নায়েক ও ৩১৪ জন কনস্টবল।

এর বাইরে ডিএমপিতে কর্মরত ১০ জন সিভিল স্টাফ ও সাতজন আনসার সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

Share.
Exit mobile version