Print Friendly, PDF & Email

রাঙা প্রভাত ডেস্ক :- ব্যক্তিগত বিমান উড্ডয়নের অনুমতি না পাওয়ায় ক্লাবের হয়ে অনুশীলনের জন্য ইতালি যেতে পারছেন না পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।

করোনার কারণে জন্মভূমি পর্তুগালের মাদেইরা দ্বীপে আছেন রোনালদো। ভ্রমণ নিষেধাজ্ঞায় পড়ে তার ব্যক্তিগত বিমানটি আটকে আছে স্পেনের মাদ্রিদে।

পর্তুগালের টিভি চ্যানেল টিভিআই জানিয়েছে, রোনালদোর বিমান উড্ডয়নের অনুমতি দেয়নি স্পেন সরকার। তবে সোমবার এ জটিলতার অবসান হওয়ার কথা রয়েছে।

করোনাভাইরাসের কারণে মার্চ থেকে স্থগিত সিরি ‘আ। তবে দর্শকশূন্য মাঠে ম্যাচ আয়োজন করে হলেও ২ আগস্টের মধ্যে লিগ শেষ করতে চায় কর্তৃপক্ষ।

Share.
Exit mobile version