রাঙা প্রভাত ডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরের সুউচ্চ ভবন অ্যাবকো টাওয়ারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এটি শারজাহ টাওয়ার নামেও পরিচিত।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টার দিকে ভবনের ১১ তলায় আগুন লাগে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এ ঘটনায় হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।

বিবিসি জানায়, আগুন নেভাতে শত শত ফায়ার সার্ভিসের কর্মী নিরলস কাজ করে যাচ্ছেন। ড্রোন প্রযুক্তির সহায়তা নিয়ে শতাধিক মেশিন দিয়ে পানি ছেটাচ্ছেন তারা। কিন্তু আগুনের তীব্রতা এতোই বেশি যে কোনোভাবেই তা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। দুর্ঘটনার আশঙ্কায় শারজাহ টাওয়ারের আশপাশের পাঁচটি ভবন খালি করা হয়েছে।

৪৮ তলা বিশিষ্ট ওই ভবনে কিভাবে আগুন লাগলো সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেনি শারজাহ ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছেন, ১১ তলায় আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তা ভবনটির প্রায় সকল তলায় ছড়িয়ে পড়ে। এ সময় ভবন থেকে বিভিন্ন বস্তু উড়ে গিয়ে আশপাশের কয়েকটি ভবনে গিয়ে পড়ে।

Share.
Exit mobile version