
মোঃআহাদুল্লাহ সানা, সাতক্ষীরা।। জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া শাখা কর্তৃক কাজী নজরুল ইসলাম যুগ্ম সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাত সদস্য বিশিষ্ট সাতক্ষীরা মহিলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি অনুমোদন দেয় গত ৩রা ডিসেম্বর। এরই সূত্র ধরে উক্ত কমিটির সদস্য খাদিজা আক্তার চায়না, জলি খাতুন ও মনিরা আক্তার কে এক সংবর্ধনা দেওয়া হয়েছে। এন সি পির ব্যানারে গতকাল শনিবার সাতক্ষীরা শহরাস্হ আল বারাকার পিজ্জার সম্মেলন কক্ষে এই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা এনসিপি আহবায়ক মোঃ কামরুজ্জামান বুলু, যুগ্ম আহবায়ক এ কে এম আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক নাজমুল হাসান সহ সাতক্ষীরার প্রত্যেক উপজেলার এনসিপির নেতৃবৃন্দ।

