বরিশাল অফিস :- নগরী ও জেলার ৩০টি স্পটে প্রতিদিন বিক্রি হচ্ছে টিসিবি’র পণ্য। এ কারণে খুশি সাধারণ মানুষ। প্রতিদিনের মতো রবিবার বেলা ১১টার দিকে শুরু হয় টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম। নগরীর ১১টি স্পট ও জেলার নয়টি উপজেলার ১৯টি স্পটে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। প্রতিদিন এ ৩০টি স্পটে ২৫ টন চিনি, ছয় টন মশুরের ডাল, ৬০ হাজার লিটার সয়াবিন তেল এবং ১৫ টন পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।

এরমধ্যে জনপ্রতি ৫০ টাকা কেজি দরে সর্বোচ্চ তিন কেজি চিনি, ৫০ টাকা দরে এক কেজি মশুরের ডাল, ৮০ টাকা লিটার দরে সর্বোচ্চ পাঁচ লিটার তেল এবং ২৫ টাকা কেজি দরে সর্বোচ্চ চার কেজি পেয়াজ বিক্রি করা হচ্ছে। এছাড়া সোলা এবং খেজুর ১০ মে থেকে শেষ হয়ে গেছে। প্রতিদিন ন্যায্য মূল্যে পণ্য পাওয়ায় খুশি সর্বস্তরের মানুষ। এদিকে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

Share.
Exit mobile version