দানবের বাম্পার ফলন হয় কেন?
______আরিফ আহমেদ মুন্না।

নদীতে লঞ্চ ডুবে অগণিত মানুষের সলিলসমাধি ঘটার পরে জানা যায় লঞ্চের ফিটনেস, ডিজাইন ঠিক ছিল না কিংবা রুট পারমিট ছিল না! সড়ক দুর্ঘটনায় মানুষ মরার পরে জানা যায় গাড়ির রেজিষ্ট্রেশন কিংবা চালকের ড্রাইভিং লাইসেন্স ছিল না! ভবন ধ্বসে পড়ে অসংখ্য প্রাণহানি হওয়ার পরে জানা যায় সেটি নকশা বহির্ভূতভাবে নির্মাণ করা হয়েছিল! ভেজাল সামগ্রী জব্দ করার পরে জানা যায় কারখানার অনুমোদন ছিল না! নকল ওষুধ আটক কিংবা ভুল চিকিৎসায় মানুষের মৃত্যুর পরে জানা যায় হাসপাতালের লাইসেন্স ছিল না! তাহলে বছরের পর বছর এগুলো চলে কীভাবে? কারা চালায়? তাদের সহায়তা করে কারা? তাদের কারও নাম প্রকাশ হয়েছে? কারও শাস্তি হয়েছে? এদেশে এমন কোনো নজির আছে?

করোনা টেস্টের ভুয়া রিপোর্ট জব্দ করার পরে জানা গেল রাজধানীর খ্যাতনামা রিজেন্ট হাসপাতালের লাইসেন্সই নাই! নাই কোনো অনুমোদন! তাহলে লাইসেন্স বিহীন এমন একটি হাসপাতালের সাথে করোনা চিকিৎসার চুক্তি করলো কীভাবে সরকারি স্বাস্থ্য অধিদপ্তর? তারা কি গাঁজার নেশায় বুঁদ হয়ে চুক্তি করেছিলেন? ‌র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের অভিযানের পরে আজ দেশবাসী জানতে পারলো রিজেন্ট হাসপাতালের দীর্ঘদিনের প্রতারণা এবং মানুষের গলাকাটার খবর! জানা গেলো কোনো ধরনের টেস্ট ছাড়াই হাজার হাজার করোনা পরীক্ষার রিপোর্ট বিক্রি করে আসছিল রাজধানীর এই কথিত নামীদামী হাসপাতালটি! অপচিকিৎসা দিয়ে মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছিল কোটি কোটি টাকা!

র‌্যাবের অভিযানের বদৌলতে আজ মানুষ জানতে পারলো রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদ নামের সামান্য এসএসসি পাস করা এক ভয়ঙ্কর প্রতারকের গল্প! প্রভাবশালী মন্ত্রী এবং কর্তাব্যক্তিদের পাশে বসে টেলিভিশনের টক শো’তে নীতিকথার ঝড় তোলা এই ছিঁচকে চোরকে প্রতিষ্ঠিত করলো কারা? কারা এক বাটপার ছিঁচকে চোরকে গলাকাটা ডাকাতে পরিণত করলো? দস্যু থেকে আজ তাকে দানবে পরিণত করলো কারা? আজ শাহেদকে খুঁজছে সবাই, তাকে নিয়ে তোলপাড় দেশ! কিন্তু যাদের কারণে শাহেদের মতো মেট্রিক পাস ছিঁচকে চোর রাতারাতি ভিআইপি হয়ে যায়, সাধারণ প্রতারক থেকে ভয়ঙ্কর দানব হয়ে ওঠে তাদের নাম প্রকাশ হয় না! সেই সকল কুশীলবরা সবসময় ধরাছোঁয়ার বাইরেই থাকে! যারা নিজেদের অবৈধ উপার্জনের স্বার্থে দেশের বিভিন্ন সেক্টরে প্রতিদিন শাহেদের মতো নতুন নতুন দানবদের জন্ম দিচ্ছে, আশ্রয়-প্রশ্রয় ও মদদ দিয়ে বড় এবং শক্তিশালী করে তুলছে ওদের কখনো বিচার হয়নি! ওদের বিচার হয় না! এজন্যই প্রতিনিয়ত এদেশে দানবের বাম্পার ফলন হয়….!! ?

আরিফ আহমেদ মুন্না
৮ জুলাই, ২০২০ খ্রিস্টাব্দ।

Share.
Exit mobile version