শাহজাহান সরকার, বিশেষ প্রতিনিধি:- পাবনা জেলার চাটমোহরের ডিবিগ্রাম ইউনিয়নের দয়রাম গ্রামের লোকজনের শান্তি হাড়িয়ে গেছে একটু বৃষ্টির কারনেই।
প্রতিবছর বর্ষা মৌসুম আসলেই রাস্তাঘাট কাঁদাপানিতে একাকার হয়ে যেনো ফসলের মাঠে পরিণত হয় দেখার কেও নেই যেনো।
সারাদেশব্যপী উন্নয়নের জোয়ার বইলেও যেনো এখানে তার কোনো বালাই নাই জনগন রাস্তাদিয়ে বিভিন্ন প্রয়োজনে নিত্যনৈমিত্তিক চলাচলের দরকার হলে হাটু সমান কাঁদাপানির ভেতর দিয়েই নাকানিচোবানি খেয়ে জিবন অতিপান করতে হচ্ছে এলাকার জনগনের।
এলাকায় জনগনের প্রানের দাবি অতিশীঘ্র তাদের এলাকার রাম্তার এই বেহাল দশা থেকে মুক্ত করে এলাকার জিবনযাত্রার মান সাভাবিক ভাবে ফিরিয়ে আসুক এটাই এখনকার প্রধান দাবি
কতৃপক্ষের শুভদৃষ্টি হোক এটাই যেনো তাদের জাতীয় দাবি ।