অনুরাধা-১২
…..আল মামুনুর রশীদ
তোমার প্রিয় সন্ধ্যা আমায় তাড়িয়ে
দিলো
আগুনমুখা নিলো না তার বুকে,
সবটুকু বিষ ঢেলে বিমুখ বিষখালি
মালঞ্চ বিদায় জানালো তীব্র
তরঙে।
সব ছেড়ে ছুড়ে তাই ছন্নছাড়া
জীবনে
আজ আমি কীর্তিনাশা’য়……….।
এখানে মৃদ্যুমন্দ অমিতাভ; সফেদ
গাঙচিল
তবু নি:শ্বাসে আমার কষ্টের
দাপাদাপি
ধূসর শোক চারপাশে; যেনো
অন্তিমযাত্রা।
অনু! এভাবে বেঁচে থাকার কোনো
মানে হয় না?
যদিও মৃত্যুতে মুক্তি খোঁজে
কাপুরুষ।।