নিজস্ব প্রতিবেদক:- “সবাই মিলে শপথ করি, করোনা সহিষ্ণু গ্রাম গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ ও হার চয়েজ এর সহযোগিতায় বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ১নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নে সামাজিক দূরত্ব বজায় রেখে গ্রাম উন্নয়ন কমিটির আয়োজনে নারী পুরুষ সমন্বয়ে কিশোর-কিশোরীদের নিয়ে কৈশোরকালীন প্রজোনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক প্রচারভিযান আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃস্পতিবার (২৩জুলাই) বিকাল ৪ টার সময়ে ইউনিয়নের আগরপুরে এস এন কিন্ডার গার্ডেন ক্লাস রুমে অধ্যাপক আবদুল হাকীম এর সভাপত্বিতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষীকা সালমা বারী।
এসময়ে উপস্থিত ছিলেন জনপ্রিয় অনলাই নিউজ পোর্টাল দৈনিক রাঙা প্রভাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক রফিকুল ইসলাম রনি, জাহাঙ্গীর নগর ও কেদারপুর ইউপির ইউসি সিদ্দিকুর রহমান প্রমুখ।
কৈশোরকালীন প্রজোনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক প্রচারভিযান আলোচনা শেষে উপস্থিতি সকলকে মাক্স ও হ্যান্ডওয়াস বিতরণ করা হয়।