বিশেষ প্রতিনিধিঃ শনিবার ৮ আগস্ট সকাল থেকে বিকাল পর্যন্ত পাকশি বিভাগীয় রেলওয়ের আওতায় ঈশ্বরদী-ঢাকা রেলরুটের বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে ব্লকচেকে রেল যাত্রীদের জরিমানা করা হয়।
পাকশি বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) ফুয়াদ হোসেন আনন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিসিও ফুয়াদ হোসেন আনন্দ জানান, ঈদের ফিরতি যাত্রায় ঢাকা অভিমুখে পৌঁছাতে টিকিট ছাড়াই অতিরিক্ত যাত্রী ট্রেনে চড়ছেন। টিকিট ছাড়াই ট্রেনে চড়ার প্রবণতা বেড়েছে কিছু যাত্রীর। টিকিটবিহীন বেশিরভাগ যাত্রী মূলস্টেশন এলাকার বাইরে কিংবা মাঝ পথেই উঠছে। ঈশ্বরদী-ঢাকা রেলরুটের বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে ঝটিকা অভিযান চালিয়ে ৬৭ হাজার ৫৬০ টাকা ভাড়া ও জরিমানা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাকশি বিভাগীয় রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর সাজেদুল ইসলাম বাবু, ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক বরকতউল্লাহ আল আমিন শফিকুর রহমান, ইয়াসির আরাফাত, মেহেদী হোসেন খান, গোলাম কিবরিয়া, হালিমুজ্জামান, রবিউল ইসলাম, কামরুজ্জামান,আসাদুজ্জামান, প্রবীর কুমার, আব্দুস সালাম ও মেহেদী হাসান রাসেল গোলাম মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন পাকশি বিভাগীয় রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর সাজেদুল ইসলাম বাবু, ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক বরকতউল্লাহ আল আমিন শফিকুর রহমান, ইয়াসির আরাফাত, মেহেদী হোসেন খান, গোলাম কিবরিয়া, হালিমুজ্জামান, রবিউল ইসলাম, কামরুজ্জামান,আসাদুজ্জামান, প্রবীর কুমার, আব্দুস সালাম ও মেহেদী হাসান রাসেল গোলাম মোস্তফা।
রেলওয়ে পাকশি বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আসাদুল হক জানান, পাকশি বিভাগীয় রেলওয়ের ট্রেন ছেড়ে আসা স্টেশন থেকে টিকিটবিহীন কোনো যাত্রী ঢুকতে দেওয়া হচ্ছে না। কিন্ত বেশিরভাগই মাঝপথে ট্রেনে উঠে পড়ছে। এভাবে যারা আসছেন তাদের আমরা তাদের মধ্যবর্তী স্টেশনে ব্লকচেকের মাধ্যমে জরিমানাসহ শাস্তির আওতায় আনা হচ্ছে।