পুলিশ আমাদের বন্ধু, প্রতিপক্ষ নয়
মহান মুক্তিযুদ্ধ সহ জাতির সকল অর্জনে বাংলাদেশ পুলিশের রয়েছে অনবদ্য অংশগ্রহণ যা নিঃসন্দেহে ভুয়সী প্রশংসার দাবিদার। চলমান করোনাকালে পুলিশ সদস্যদের ভুমিকা সকল মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এক কথায় বলতে হয় মানবিক পুলিশ।
বাংলাদেশ পুলিশের অল্প সংখ্যক সদস্যের অপেশাদার আচরন দিয়ে সমগ্র পুলিশ বাহিনীকে বিচার করা সমিচিন নয়। পুলিশ বাহিনীতে এমন হাজারো সদস্য রয়েছেন যারা পেশাদারিত্বের সাথে কঠোর পরিশ্রম করে দেশের মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। বিভিন্ন সংকটকালীন সময়ে মানুষের পাশে থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আসুন আমরা পুলিশ সহ , রাষ্ট্রের সকল কর্মকর্তা-কর্মচারী যারা ভালো কাজ করছেন তাদের কাজগুলোর প্রশংসা করি এবং তাদের উৎসাহিত করি। তাহলে ভালো কাজের লোকের সংখ্যা বৃদ্ধি পাবে। তথাপিও যারা খারাপ কাজ করবেন তাদের পরিণতি তারাই ভোগ করবেন। ব্যক্তির দায় কোনোভাবেই প্রতিষ্ঠানের  উপর বর্তানো যাবেনা।
লেখকঃ কামরুল হাসান সোহাগ 
বিশেষ প্রতিবেদকঃ ডেইলী রাঙা প্রভাত । 
Share.
Exit mobile version