বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে নগরকান্দায় মসজিদে আযান দেওয়া অবস্থায় বাবাকে জবাই করে হত্যার চেষ্টায় ছেলেকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার ১৩ আগষ্ট ভোরে উপজেলার গোড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
বাবার নাম আছিরুদ্দিন ওই গ্রামের আছির উদ্দিন ফকির গোড়াইল রব্বানীর বাড়ির জামে মসজিদের ইমাম হিসেবে নিয়োজিত আছেন। ছেলে শহিদুল ইসলাম লস্করদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার ভোরে মসজিদে ফজরের আজান দিচ্ছিলেন আছিরুদ্দিন। আযানের মাঝামাঝি সময় তার ছেলে শহিদুল মসজিদের মধ্যেই তাকে জবাই এর উদ্দেশ্যে হত্যার চেষ্টা চালায়।
হঠাৎ আযান বন্ধ হওয়ায় মাইকে গোংড়ানির শব্দ পেয়ে প্রতিবেশীরা এগিয়ে গেলে শহীদুল পালিয়ে যায়। আছিরুদ্দিনকে গুরুতর অবস্থায় প্রথমে নগরকান্দা উপজেলা হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা গুরুতর।
পারিবার সুত্রে জানা গেছে, শহীদুল দীর্ঘদিন যাবত তার বাবার কাছে জমি লিখে দিতে চাপ দিয়ে আসছিলো। জমি লিখে না দেওয়ায় এমন ঘটনা ঘটাতে পারে বলে এলাকাবাসীদেরও ধারনা।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিরাজ হোসেন বলেন, শহীদুলকে আটক করা হয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্ত চলছে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার ভোরে মসজিদে ফজরের আজান দিচ্ছিলেন আছিরুদ্দিন। আযানের মাঝামাঝি সময় তার ছেলে শহিদুল মসজিদের মধ্যেই তাকে জবাই এর উদ্দেশ্যে হত্যার চেষ্টা চালায়।
হঠাৎ আযান বন্ধ হওয়ায় মাইকে গোংড়ানির শব্দ পেয়ে প্রতিবেশীরা এগিয়ে গেলে শহীদুল পালিয়ে যায়। আছিরুদ্দিনকে গুরুতর অবস্থায় প্রথমে নগরকান্দা উপজেলা হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা গুরুতর।
পারিবার সুত্রে জানা গেছে, শহীদুল দীর্ঘদিন যাবত তার বাবার কাছে জমি লিখে দিতে চাপ দিয়ে আসছিলো। জমি লিখে না দেওয়ায় এমন ঘটনা ঘটাতে পারে বলে এলাকাবাসীদেরও ধারনা।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিরাজ হোসেন বলেন, শহীদুলকে আটক করা হয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্ত চলছে।