ইউএনও অফিস সূত্র জানায়, সরকারি বাসায় পৃথক কক্ষে চিকিৎসা গ্রহণ করছেন উপজেলা নির্বাহী অফিসার।
শনিবার রাত ১০ টার দিকে ইউএনও সাঁথিয়া, পাবনা ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি নিজেই তার করোনা পজিটিভের কথা জানান।
ইউএনও এসএম জামাল আহমেদ তার স্ট্যাটাসে লেখেন, গত ৪/৫ দিন যাবৎ জ্বর, সর্দি, গা ব্যাথা, তীব্র কাশিতে ভুগছিলাম।অবশেষে আজ পজিটিভ হিসেবে শনাক্ত হলাম।
সাঁথিয়া হাসপাতালের আরএমও ডা: আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলা নির্বাহী অফিসার দু’দিন আগে বগুড়া ল্যাবে নমুনা পাঠান। শনিবার রাত ৮ টার পরে তার পজিটিভ রিপোর্ট আসে।
ইউএনও অফিস সূত্রে জানা যায়, ইউএনও জামাল আহমেদ স্যার করোনাকালীন দুর্যোগ সময়ে ব্যক্তিগত ও পারিবারিক সুরক্ষার চিন্তা না করে সাঁথিয়াবাসীর জন্য বৈশ্বিক এ মহামারির জন্য কাজ করেছেন। এলাকার নিরাপত্তার জন্য নিয়েছেন বিভিন্ন পদক্ষেপ।
ইউএনও সুস্থতার জন্য সবার নিকট দোয়া চেয়েছেন। এ পর্যন্ত জেলায় সুস্থ্য হয়েছেন ৬৯১ জন।